নতুন বিজ্ঞান কমিক্স ‘জঙ্গলে গণ্ডগোল’
hasanet2023-02-07T21:34:50+00:00U.S. Department of State এর অনুদানে প্রকাশিত হয়েছে প্রজেক্ট টিকটালিকের নতুন বিজ্ঞান কমিক্স ‘জঙ্গলে গণ্ডগোল’। মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান কারিকুলামের নির্দিষ্ট কিছু অংশের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে কমিক্সের মূল বিষয়বস্তু। ৩২ পৃষ্ঠার চার-রঙা এই কমিক্স সম্পূর্ণ বিনামূল্যে বিতরণযোগ্য। এই প্রজেক্টের আওতায় সারাদেশের পাঁচটি বিভাগীয় শহরের মোট পাঁচ হাজার শিক্ষার্থীদের এই বই হাতে তুলে দেয়া হবে। [...]