দাঁতাল শামুক!
শামুকের যে দাঁত আছে টা হয়ত জানো অনেকেই- কিন্তু কতগুলি দাঁত সেটা জানো কি?
অ-নে-এ-এ-এ-একগুলি! বললে বিশ্বাস করবে? বাগানে বা ঝোপঝাড়ে আমরা যে শামুক দেখি তাদের মুখে গড়ে প্রায় চৌদ্দ হাজা-আ-র দাঁত থাকে!!! ভাগ্যিস তাদের দাঁত তুলতে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়না!
মাথার মধ্যে জেনারেটর!
আমাদের সবার মাথার ভেতরে প্রায় ১০, ০০০ কোটি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ আছে যাদের আমরা বলি নিউরন। এই যে আমরা চোখে দেখি, কানে শুনি, ঘ্রাণ পাই তার অনুভূতি- এমনকি আমাদের সব হাসি-কান্না-রাগ-দুঃখ এসবকিছুর পেছনে আসলে কলকাঠি নাড়ছে এই নিউরনগুলো; রাসায়নিক ও বৈদ্যুতিক সিগনালের মাধ্যমে! এই করতে গিয়ে ছোট্ট এই নিউরনেরা যেই পরিমাণ বার্তা চালাচালি করে, পৃথিবীর সব ফোন মিলেও এই পরিমাণ বার্তা আদান প্রদান করেনা!!
ভাবতে পারো? জেগে থাকা অবস্থায় আমাদের এক এক জনের মস্তিষ্কে প্রায় ২৫ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় যা দিয়ে একটা ছোটোখাট বাল্ব জ্বালিয়ে রাখা সম্ভব!!