নিউটনের তিন সূত্র

নিউটনের তিনটি গতিসূত্র নিয়ে বাংলাদেশের এবং বাংলা ভাষার প্রথম বিজ্ঞান কমিক্স ‘নিউটনের তিন সূত্র’ নিয়ে এল প্রজেক্ট টিকটালিক। বাংলা কমিক্সের যাত্রায় এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা। গত ১২ই ফেব্রুয়ারি একুশে বইমেলায় বইটি মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কার্টুনিস্ট, লেখক- আহসান হাবীব। মূলত মাধ্যমিক পর্যায়ে পড়ুয়া ছেলেমেয়েদের মাথায় রেখে করা হলেও বইটি হয়ত অনেককেই গতিসূত্রগুলো বুঝতে সাহায্য করবে।

‘নিউটনের তিন সূত্র’ কমিক্সটির লেখক ও আঁকিয়ে প্রজেক্ট টিকটালিকের প্রতিষ্ঠাতা নাসরীন সুলতানা মিতু। বইটি প্রকাশনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ঢাকা কমিক্স পাবলিকেশন। দাম- ১০০ টাকা।

নিউটনের তিন সূত্র