পোল্যান্ড এর ওয়ারস’তে প্রতিবছর অনুষ্ঠিতব্য ‘Lean in STEM’ কনফারেন্সে এবছর যোগ দেয় প্রজেক্ট টিকটালিক। এই কনফারেন্সের একটি সেশনের মূল বিষয়বস্তু ছিল STE(A)M; সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্সের সাথে আর্টস এর সমন্বয় করে নতুন সম্ভাবনার অনুসন্ধান। প্রজেক্ট টিকটালিকের পক্ষ থেকে বিজ্ঞান শিক্ষায় কমিক্স আর বাংলাদেশে সেটার সম্ভাবনা নিয়ে একটি প্রেজেন্টেশন দেন এই প্রজেক্টের প্রতিষ্ঠাতা নাসরীন সুলতানা মিতু।