গ্রীনহাউজ ইফেক্টের পরীক্ষা!

যা যা লাগবেঃ দুইটি কাঁচের জার, একটি শক্ত স্বচ্ছ পলিব্যাগ, থার্মোমিটার, টুকরো বরফ।

কাঁচের জার দুইটিতে সমপরিমাণ বরফ নেই। এবার একটি জারকে পলিব্যাগ দিয়ে সাবধানে মুড়ে রাখি যেন ভেতরের বাতাস সহজে বেরোতে না পারে। দুইটি জারকেই কিছুক্ষণ রোদে রেখে দিই। কিছুক্ষণ পর বরফগুলো গলতে শুরু করবে। মজার ব্যাপার হচ্ছে, পলিব্যাগে মোড়ানো জারের বরফ দেখবে কিছুটা তাড়াতাড়ি গলতে শুরু করেছে! তারমানে এই জারের তাপমাত্রা বেশি!! বিশ্বাস না হলে থার্মোমিটার দিয়ে দুটি জারের ভেতরের তাপমাত্রা মেপে দেখো! বল তো এই পার্থক্য কেন হল??

টিকটালিকের প্রশ্নঃ

পলিব্যাগের বদলে যদি কাপড় দিয়ে মোড়ানো হয়, তাহলে বরফ কি আরো তাড়াতাড়ি গলবে?

গ্রীনহাউজ ইফেক্টের পরীক্ষা