গ্যালিলিও
হ্যালো বন্ধুরা! আশা করি চিনেছ আমাকে! হ্যাঁ, আমিই সেই গ্যালিলিও গ্যালিলেই- জ্যোতির্বিজ্ঞানী হিসেবে অনেক সময়েই হয়ত আমার নাম শুনে থাকবে।
এখন চুপি চুপি একটা সত্যি কথা বল তো? স্কুলের বইয়ে বিজ্ঞান পড়তে তোমার কেমন লাগে? কী বললে- ভাল লাগেনা? নাকি ভাল লাগে, কিন্তু পরীক্ষার খাতায় নম্বর তুলতে পারনা তাই বাবা মা বকাবকি করে?
একটা কথা বললে বিশ্বাস করবে? আমার বাবা কিন্তু ছিল গান বাজনার মানুষ, হয়ত কোনদিন ভাবেওনি যে আমি বিশ্ববিখ্যাত কিছু হয়ে যাব, কিন্তু দেখতেই পাচ্ছ শেষে কী হল! শত শত বছর পরেও মানুষ আমার নাম মনে রেখেছে! আসলে পরীক্ষায় কী গ্রেড পেলে সেটা তেমন কোন বিষয়ই না, বরং বিজ্ঞান যে একটা মজার বিষয় সেই মজাটা পাওয়াই হল আসল!
চল তাহলে, প্লুটো আর রিঙ্কিকে সাথে নিয়ে এই মজার প্রজেক্ট শুরু হোক আমাদের! কে জানে, হয়ত তুমিও এমন কিছু আবিষ্কার করে ফেলবে একদিন যা এমনকি আমিও কখনো ভাবিনি!! 🙂