U.S. Department of State এর অনুদানে প্রকাশিত হয়েছে প্রজেক্ট টিকটালিকের নতুন বিজ্ঞান কমিক্স ‘জঙ্গলে গণ্ডগোল’। মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান কারিকুলামের নির্দিষ্ট কিছু অংশের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে কমিক্সের মূল বিষয়বস্তু। ৩২ পৃষ্ঠার চার-রঙা এই কমিক্স সম্পূর্ণ বিনামূল্যে বিতরণযোগ্য। এই প্রজেক্টের আওতায় সারাদেশের পাঁচটি বিভাগীয় শহরের মোট পাঁচ হাজার শিক্ষার্থীদের এই বই হাতে তুলে দেয়া হবে। এছাড়া, কমিক্সটির ই-বুক সংস্করণ পাওয়া যাবে প্রজেক্ট টিকটালিকের ওয়েবসাইটে (www.projecttiktaalik.com)।

জঙ্গলে গণ্ডগোল- কমিক্সের প্রচ্ছদ

পোস্টার

এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

গল্প সংক্ষেপ: প্রজেক্ট টিকটালিকের রিঙ্কি আর দীপুর সাথে নিশ্চয়ই পরিচয় আছে অনেকেরই! ওদের আরেক বন্ধু অন্তু আর অন্তুর পোষা টিয়া তিতু বেড়াতে গিয়েছে জঙ্গলে। কিন্তু যাওয়ার পরেই শুরু হল একের পর এক গণ্ডগোল…

কমিক্সের চরিত্রদের পরিচিতি

কমিক্সের স্যাম্পল পৃষ্ঠা