বাংলাদেশ সরকারের A2i (Access to Information) প্রোগ্রামের ব্যাপারে অনেকেই জানি। খুব সম্প্রতি এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের জন্য একটি লার্নিং প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ‘কিশোর বাতায়ন Konnect’। কিশোর বয়সী ছেলেমেয়েদের জন্য এখানে রয়েছে বয়স উপযোগী নানা ধরনের কনটেন্ট, যাতে খটমটে পাঠ্যপুস্তকের বাইরেও তারা নানাকিছু আগ্রহভরে শেখার সুযোগ পায়। টেক্সটবইয়ের দুই মলাটের বাইরে বড় পৃথিবীর সাথে শিক্ষার্থীদের পরিচিত করানো এর অন্যতম উদ্দেশ্য।
এই ‘কিশোর বাতায়ন’-এর নানা ধরনের কনটেন্টের মাঝে একটা বড় জায়গা করে নিয়েছে এডুকেশন কমিক্স! প্রজেক্ট টিকটালিকের জন্য তো বটেই, বাংলা কমিক্সের জন্যেও এটা একটা বিরাট ঘটনা! এই প্রথম এদেশে কমিক্সকে আনুষ্ঠানিকভাবে শিখন মাধ্যম হিসেবে গ্রহণ করা হল যা পৃথিবীর অনেক বড় বড় দেশেও বিরল!
শিক্ষাক্ষেত্রে কার্টুন-কমিক্সের অসীম সম্ভাবনা- তার দিকে এক পা এগুলাম আমরা কেবল। তবে এই ঘটনা নিঃসন্দেহে বাংলা কমিক্সের ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে! 🙂
কিশোর বাতায়নের ওয়েবসাইটের লিংক: http://konnect.edu.bd/public/